Aaina Mon Bhanga

Aaina Mon Bhanga

Zubeen Garg, Jeet Gannguli, & Priyo Chattopadhyay

Альбом: Bolo Na Tumi Amar
Длительность: 4:27
Год: 2017
Скачать MP3

Текст песни

আয়না, মন ভাঙা আয়না
যায় না, ব্যথা ভোলা যায় না
সয় না, এই ব্যথা যে সয় না
আয়না, মন ভাঙা আয়না
যায় না, ব্যথা ভোলা যায় না
সয় না, এই ব্যথা যে সয় না

ও, মন কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে
স্মৃতি মোছে না
ও, মন কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে
স্মৃতি মোছে না

আয়না, মন ভাঙা আয়না
যায় না, ব্যথা ভোলা যায় না
সয় না, এই ব্যথা যে সয় না

না রাখা কিছু কথা
সময়েরই ঝরা পাতা
দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে
থেমে যাওয়া সেই গানে
জমে থাকা অভিমানে
বৃষ্টি থামে না দু'চোখে

ও, মন কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে
স্মৃতি মোছে না
ও, মন কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে
স্মৃতি মোছে না

আয়না, মন ভাঙা আয়না
যায় না, ব্যথা ভোলা যায় না
সয় না, এই ব্যথা যে সয় না

যত চাই ভুলে যেতে
মন চায় ব্যথা পেতে
তাই বুঝি প্রেম তাকে ভোলে না
নিভে যাওয়া আলো-ছায়া
ছিল যদি মিছে মায়া
দৃষ্টি কেন তা বলে না?

ও, মন কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে
স্মৃতি মোছে না
ও, মন কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে
স্মৃতি মোছে না

আয়না, মন ভাঙা আয়না
যায় না, ব্যথা ভোলা যায় না
সয় না, এই ব্যথা যে সয় না