Tin Kapore Purush Biday
Abir Chowdhury
4:39আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল (সা:) দেহের রিদ-বিছানায় প্রেম জড়ানো হে রাসূল (সা:) কথার তাল মিলানো সুরের ভেলা হে রাসূল (সা:) নিকষ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল (সা:) কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন-মিনারায়, তোমার রঙ মেখে নিই সর্বক্ষণে জীবন চলায়। তোমার রেখে যাওয়া অমর বাণী হয় না তুল, রাতের প্রভাত শেষে দীপ্ত রবি হে রাসূল (সা:) তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি, আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি। জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎ-কুল।। আমায় আগলে রেখো দোজাহানে হে রাসূল (সা:) সীসার বাঁধ মাড়ানোর চেষ্টা অধিক তোমায় পেতে, আশার শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে। দুঃখের তৃষ্ণা মেটায়, শক্তি জোগায় দরুদ ফুল, ধূধূ মরুর বুকে শীতল হাওয়া হে রাসূল (সা:)