Amar Sob Ayojon
Abir Chowdhury
3:52আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজীদের এহরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ দু'চোখে দেখবো সবুজ গম্বুজ তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি, পৌঁছে দিও রওজায় চিঠির উত্তর যদি গো না পাই এ জীবন-মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর ওয়াসিল কুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমায়