Ami Likhbo Cithi Debo Tomay | চিঠি

Ami Likhbo Cithi Debo Tomay | চিঠি

Abir Chowdhury

Длительность: 4:33
Год: 2024
Скачать MP3

Текст песни

আমি লিখবো চিঠি দেব তোমায়
পাখি  পৌঁছে দিও রওজায়

আমি থাকবো বসে এই আশায়
চিঠির উত্তর আসবে আমার গায়

কবে আসবে মদিনার পয়গাম
গায়ে বাঁধবো হাজীদের এহরাম
আমি ঘুরবো মদিনার চারিপাশ
দু'চোখে দেখবো সবুজ গম্বুজ

তৃষ্ণায় কাতর আমার এই মন
তৃষ্ণা মেটাবে কূপে জমজম
সে পানি মাখবো আমি সারা গায়
পাখি, পৌঁছে দিও রওজায়

চিঠির উত্তর যদি গো না পাই
এ জীবন-মরণ সবই যে বৃথায়
যে প্রেমের চাদর ওয়াসিল কুরুনির গায়
সে প্রেম নসিব করো গো আমায়