Hrid Majhare Rakhbo

Hrid Majhare Rakhbo

Aditya Chakraborty

Альбом: Hrid Majhare Rakhbo
Длительность: 4:18
Год: 2021
Скачать MP3

Текст песни

পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়

চাঁদ গৌর রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি
যেতে চাইলে...
যেতে চাইলে যেতে দেবো না, না, না
না, না, না, যেতে দেবো না

তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় বক্ষমাঝে রাখবো, ছেড়ে দেবো না
ক্ষ্যাপা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না, না
না, না, না, না, ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় বক্ষমাঝে রাখবো, ছেড়ে দেবো না

বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে
বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখাশোনা

তারে আমার, আমার মনে করি
আমার হয়ে আর হইলো না
আমার, আমার মনে করি
আমার হয়ে আর হইলো না

দেখেছি...
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

ও দয়াল, বিচার করো
ও দয়াল, দিব্যি করেই বলছি তোমায়, তারেই ভালোবাসি
আমায় গুম করেছে
আমায় খুন করেছে
আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি

প্রাণ পাখি মোর উইড়া যায়
প্রাণ পাখি মোর উইড়া যায় খাঁচা ছেড়ে
পিরিত বড়ো জ্বালা রে

দিশাহারা কেমন বোকা মনটারে
দিশাহারা কেমন বোকা মনটারে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে

তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না
তোমায় বক্ষমাঝে রাখবো, ছেড়ে দেবো না