Mera Dil Bhi Kitna Pagal Hai
Kumar Sanu
5:25চুপি চুপি, চুপি চুপি কাছে এসো, কাছে এসো হাতখানি, হাতখানি হাতে রাখো, হাতে রাখো আমায় আপন করো আমায় আপন করো তুমি যে আমারই, আমি যে তোমারই ওগো প্রিয় চুপি চুপি, চুপি চুপি কাছে এসো, কাছে এসো হাতখানি, হাতখানি হাতে রাখো, হাতে রাখো আমায় আপন করো আমায় আপন করো তুমি যে আমারই, আমি যে তোমারই ওগো প্রিয় চুপি চুপি, চুপি চুপি এলোচুল কবরীতে বেঁধেছি যত্ন করে আজ সেজেছি এলোচুল কবরীতে বেঁধেছি যত্ন করে আজ সেজেছি আসবে জানি ঠিক পেয়েছি খবর দখিনা হওয়ায় চুপি চুপি, চুপি চুপি মধুমাস এসে চলে যায় যে এই মন তোমাকেই চায় যে মধুমাস এসে চলে যায় যে এই মন তোমাকেই চায় যে আকাশের চাঁদ হাসে দুষ্টু হাসি ডাকে ইশারায় চুপি চুপি, চুপি চুপি ভালোবাসি তাই কাছে ডাকি গো আশা নিয়ে পথ চেয়ে থাকি গো ভালোবাসি তাই কাছে ডাকি গো আশা নিয়ে পথ চেয়ে থাকি গো যেখানে নেই কেউ চলো সেখানে শুধু দুজনায় চুপি চুপি, চুপি চুপি কাছে এসো, কাছে এসো হাতখানি, হাতখানি হাতে রাখো, হাতে রাখো আমায় আপন করো আমায় আপন করো তুমি যে আমারই, আমি যে তোমারই ওগো প্রিয়