Phele Asha Din
Amit Kumar
5:35এই বেশ আছি একলা মনের ছোট্ট ঘরে তোমার আকাশ খুঁজো তুমি আমার এই অন্তরে এই বেশ আছি একলা মনের ছোট্ট ঘরে তোমার আকাশ খুঁজো তুমি আমার এই অন্তরে এই বেশ আছি... নদীর সাথে উজান বেয়ে ভেসে যাব যে চিরদিন পাখির গানের সুরে সুরে এ মন হবে যে উদাসীন নদীর সাথে উজান বেয়ে ভেসে যাব যে চিরদিন পাখির গানের সুরে সুরে এ মন হবে যে উদাসীন আমার জীবন ঝড়কে মুঠোয় বন্দি করে তোমার আকাশ খুঁজো তুমি আমার এই অন্তরে এই বেশ আছি... রাখবে কি করে আমাকে ধরে যাবো আমি ঘর পালিয়ে তোমার দুচোখে নতুন দিনের স্বপ্ন দেব যে জ্বালিয়ে রাখবে কি করে আমাকে ধরে যাবো আমি ঘর পালিয়ে তোমার দুচোখে নতুন দিনের স্বপ্ন দেব যে জ্বালিয়ে ইচ্ছে আমার চাইলো ছুটি চিরতরে তোমার আকাশ খুঁজো তুমি আমার এই অন্তরে এই বেশ আছি একলা মনের ছোট্ট ঘরে তোমার আকাশ খুঁজো তুমি আমায় এই অন্তরে এই বেশ আছি