Hariye Jawar Gaan
Anupam Roy
3:50আমি আজকাল ভালো আছি তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে আমি আজকাল ভাল আছি আমি আজকাল ভালো আছি তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে আমি আজকাল ভাল আছি পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না আর ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি আমি এবার শোন নতজানু হয়ে কেউ বসে নেই কোথাও ফিরে গেছি সব কিছু ফেলে আর একশো বছর আমি বাঁচবই, পড়ে দেখ লেখা আছে স্পষ্ট দেওয়ালে আমি আজকাল ভালো আছি তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে আমি আজকাল ভাল আছি এক লাফে Signal পেরোতে পা আঁকড়ে ধরে না অজস্র কালবৈশাখী আর আঁছড়ে পড়ে না শোন অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে পালটে ফেলাই বেঁচে থাকা আর একশো বছর আমি বাঁচবই, জেনে রাখ হোক না এ পথঘাট ফাঁকা আমি আজকাল ভালো আছি তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে আমি আজকাল ভাল আছি আমি আজকাল ভালো আছি তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে আমি আজকাল ভাল আছি