Aami Ajkal Bhalo Aachi

Aami Ajkal Bhalo Aachi

Anupam Roy

Альбом: Dwitiyo Purush
Длительность: 4:56
Год: 2013
Скачать MP3

Текст песни

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না আর
ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি আমি এবার
শোন নতজানু হয়ে কেউ বসে নেই কোথাও
ফিরে গেছি সব কিছু ফেলে
আর একশো বছর আমি বাঁচবই, পড়ে দেখ
লেখা আছে স্পষ্ট দেওয়ালে
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
এক লাফে Signal পেরোতে পা আঁকড়ে ধরে না
অজস্র কালবৈশাখী আর আঁছড়ে পড়ে না
শোন অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে
পালটে ফেলাই বেঁচে থাকা
আর একশো বছর আমি বাঁচবই, জেনে রাখ
হোক না এ পথঘাট ফাঁকা
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো
হয়ে আছে
আমি আজকাল ভাল আছি