Jao Jani Na (Feat. Raba Khan)

Jao Jani Na (Feat. Raba Khan)

Arafat Mohsin

Альбом: Jao Jani Na
Длительность: 4:09
Год: 2021
Скачать MP3

Текст песни

যাও জানি না
কিছু জানি না
মন কী খুঁজে তবু কেন বুঝে না?
কেন হাসি, গান, সুখ আর সয় না?
মনের একাশে কেন পাখি উড়ে না?
কেন তোমার প্রাণে বসে থাকি জানি না

যাও জানি না
কিছু জানি না
মন কী খুঁজে তবু কেন বুঝে না?
কেন হাসি, গান, সুখ আর সয় না?
মনের একাশে কেন পাখি উড়ে না?
কেন তোমার প্রাণে বসে থাকি জানি না

সময় তো আর থেমে নেই
মনের কথা মনেতে
গোপনে, স্বপ্নে, কল্পনায় তুমি রবে

সময় তো আর থেমে নেই
মনের কথা মনেতে
গোপনে, স্বপ্নে, কল্পনায় তুমি রবে

কেন হাসি, গান, সুখ আর সয় না?
মনের একাশে কেন পাখি উড়ে না?
কেন তোমার প্রাণে বসে থাকি জানি না

তোমার চোখের ইশারা
কী যেন আমায় বলতে চায়
কী মায়ায়, বাঁধনে বেঁধেছো
কখন, কে জানে?

তোমার চোখের ইশারা
কী যেন আমায় বলতে চায়
কী মায়ায়, বাঁধনে বেঁধেছো
কখন, কে জানে?

কেন হাসি, গান, সুখ আর সয় না? (সয় না?)
মনের একাশে কেন পাখি উড়ে না?
কেন তোমার প্রাণে বসে থাকি জানি না

যাও জানি না
কিছু জানি না
মন কী খুঁজে তবু কেন বুঝে না?
কেন হাসি, গান, সুখ আর সয় না?
মনের একাশে কেন পাখি উড়ে না?
কেন তোমার প্রাণে বসে থাকি জানি না