Ke Tui Bol
Arijit Singh, Jeet Gannguli, & Prasen
4:38কি করে তোকে বলবো তুই কে আমার আয় না সাথে চলব সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম কি করে তোকে বলবো তুই কে আমার আয় না সাথে চলব সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম কি করে তোকে বলবো তুই কে আমার মনেরই একূল ওকূল দিয়েছে প্রেমের মাশুল চাউনিরা দিশেহারা তোর কাছে চায় ইশারা আজ বারে বার কি করে তোকে বলবো তুই কে আমার আয় না সাথে চলব সব পারাপার ভিড়েতে দাঁড়াই একা তোর যদি না পাই দেখা হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত হাজার বার কি করে তোকে বলবো তুই কে আমার আয় না সাথে চলব সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম কি করে তোকে বলবো তুই কে আমার