Shudhu Tomari Jonyo Theme (Feat. Shreya Ghoshal)

Shudhu Tomari Jonyo Theme (Feat. Shreya Ghoshal)

Arijit Singh

Длительность: 3:17
Год: 2015
Скачать MP3

Текст песни

হতে পারি রোদ্দুর
হতে পারি বৃষ্টি
হতে পারি রাস্তা তোমারই জন্যে
হতে পারি বদনাম
হতে পারি ডাকনাম
হতে পারি সত্যি তোমারই জন্যে

হতে পারি গল্প
তুমি কাছে টানলে
হতে পারি জানলা
এই হাওয়াও তোমার কারণে

শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে

কথা দিলো রোদ্দুর
কথা দিলো বৃষ্টি
কথা দিলো রাস্তা তোমারই জন্যে
খেলাধুলো সংসার
আশা যাওয়া বারবার
রাজী হলো ইচ্ছে তোমারই জন্যে

হতে পারি গল্প
তুমি কাছে টানলে
হতে পারি জানলা
এই হাওয়াও তোমার কারণে

শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে
শুধু তোমারই জন্যে