Jodi Tomay Ami Chand Boli

Jodi Tomay Ami Chand Boli

As Rakib

Длительность: 4:40
Год: 2024
Скачать MP3

Текст песни

যদি তোমায় আমি চাঁদ বলি
ভুল হবে আমার
তুমি চাঁদের চেয়েও সুন্দর
যদি তোমায় আমি ফুল বলি
ভুল হবে আমার
তুমি ফুলের চেয়েও সুন্দর

তুমি আমার মনের মানুষ
তুমি আমার প্রান
তুমি আমার সুরকথা
তুমি আমার গান
তুমি আমার জীবনতরী
তুমি আমার ছন্দ
তুমি চাঁদের চেয়েও সুন্দর
যদি তোমায় আমি চাঁদ বলি
ভুল হবে আমার
তুমি চাঁদের চেয়েও সুন্দর।

তুমি আমার আশার আলো
তুমি আমার মন
তুমি আমার ভালোবাসা
তুমি আপনজন
তুমি আমার সুখ-দুঃখ
তুমি ভালো-মন্দ
তুমি ফুলের চেয়েও সুন্দর

যদি তোমায় আমি চাঁদ বলি
ভুল হবে আমার
তুমি চাঁদের চেয়েও সুন্দর
যদি তোমায় আমি ফুল বলি
ভুল হবে আমার
তুমি ফুলের চেয়েও সুন্দর।।