Aaj Abar

Aaj Abar

Chandrabindoo

Альбом: Toker Jatno Nin
Длительность: 4:03
Год: 2012
Скачать MP3

Текст песни

আজ আবার মনে পড়ে
শিশির ভেজা রাত
হলুদ পাতার ভীড়ে বসে
নীরব নিথর দু'টি হাত
রেখেছিলাম তোমার চোখে
রাঙা মাটির ঘ্রাণ

অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ

সে আঁধার নেই, সে পাখি নেই
নেই সে তাল-সুপারি
বুকে আশার নদী নেই
নেই সে বাউল সারি গান

সে আঁধার নেই, সে পাখি নেই
(সে আঁধার নেই, সে পাখি নেই)
নেই সে তাল-সুপারি
বুকে আশার নদী নেই
নেই সে বাউল সারি গান

অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ

অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ