Dhandar Theke Jotil Tumi

Dhandar Theke Jotil Tumi

Gorer Math

Длительность: 3:44
Год: 2012
Скачать MP3

Текст песни

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট

স্বপ্ন হয়ে যখন তখন
আঁকড়ে আমায় ধরো
তাইতো বলি আমায় বরং
ঘেন্না করো, ঘেন্না করো

গুণগানের হাজার বুলি
শুধুই সময় নষ্ট
আঁকছো ছবি সমস্ত দিন
রঙ সবই অস্পষ্ট

গুণগানের হাজার বুলি
শুধুই সময় নষ্ট
আঁকছো ছবি সমস্ত দিন
রঙ সবই অস্পষ্ট

সুখের থেকেও হাজার গুণে
দুঃখ অনেক ভালো
তাইতো বলি আমায় বরং
ঘেন্না করো, ঘেন্না করো

আজ চালাক আমি, কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা
আজ চালাক আমি, কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা

আমার আসল চেহারা কি
চিনতে তুমি পারো
চিনতে যদি পেরেই থাকো
ঘেন্না করো, ঘেন্না করো

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট

স্বপ্ন হয়ে যখন তখন
আঁকড়ে আমায় ধরো
তাইতো বলি আমায় বরং
ঘেন্না করো, ঘেন্না করো

তাইতো বলি আমায় বরং
ঘেন্না করো, ঘেন্না করো