Dupurer Khamokhe Kheyal

Dupurer Khamokhe Kheyal

Chandrabindoo

Длительность: 5:25
Год: 2012
Скачать MP3

Текст песни

দুপুরের খামোখা খেয়াল
ভাঙা তাক, পুরনো দেয়াল
দুপুরের খামোখা খেয়াল
ভাঙা তাক, পুরনো দেয়াল
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়

ধূলো লাগা চেনা বই সব
হাতড়ায় কেনা শৈশব
ধূলো লাগা চেনা বই সব
ভালবাসে কে না শৈশব
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইবো না যে গান
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইবো না যে গান

খুঁজে পাওয়া বই
রাত জাগা চোখ
আমি পড়বই
যন্ত্রণা হোক
খুঁজে পাওয়া বই
রাত জাগা চোখ
আমি পড়বই
যন্ত্রণা হোক
যন্ত্রণা হোক

কখনোই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে
কখনোই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে
ভালবাসা বিবর্ণ পালকে
ভালবাসা বিবর্ণ পালকে
ভালবাসা বিবর্ণ পালকে

ভালো থেকো, শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলীন
ভালো থেকো, শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলীন
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভালো আর থাকতে দিচ্ছে কই
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভালো আর থাকতে দিচ্ছে কই

বৃষ্টির জলে ধোয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত
বৃষ্টির জলে ধোয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত
এখনো কি ভুল করে তুই
একা একা ভাববো না কিছুই
এখনো কি ভুল করে তুই
একা একা ভাববো না কিছুই

শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও, আর একটিবার
শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও, আর একটিবার
আর একটিবার

একদিন গোধূলী আলোকে
খেলেছিল উদাসী বালকে
একদিন গোধূলী আলোকে
খেলেছিল উদাসী বালকে
সেদিনের সোনালী পালকে
সেদিনের সোনালী পালকে
সেদিনের সোনালী পালকে