Tomaye Dilam

Tomaye Dilam

Mohiner Ghoraguli

Альбом: Jhora Samayer Gaan
Длительность: 3:57
Год: 1998
Скачать MP3

Текст песни

শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস
তোমায় দিলাম আজ

আর কীই-বা দিতে পারি?
পুরোনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
Footpath ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
Rhododendron
তোমায় দিলাম আজ

আর কীই-বা দিতে পারি?
পুরোনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
Footpath ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরের
Rhododendron
তোমায় দিলাম আজ

কী আছে আর?
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোরাঁয়
সব থেকে উঁচু flat বাড়িটার
সব থেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ

পারবো না দিতে
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দু'হাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস

তোমায় দিলাম আজ
শহরের কবিতার ছবি
সবই তোমায় দিলাম আজ

আর কীই বা দিতে পারি?
পুরোনো মিছিলে পুরনো ট্রামেদের সারি
Footpath ঘেঁষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
Rhododendron

তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম
তোমায় দিলাম