Jodi Kichhu Amare Shudhao
Shyamal Mitra
আমার একটি কথা বাঁশি জানে বাঁশিই জানে আমার একটি কথা ভরে রইল বুকের তলা কারো কাছে হয় নি বলা কেবল বলে গেলেম বাঁশির কানে কানে আমার একটি কথা বাঁশি জানে বাঁশিই জানে আমার একটি কথা আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে এমনি গেল সারা রাতি পাইনি আমার জাগার সাথি বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে আমার একটি কথা বাঁশি জানে বাঁশিই জানে আমার একটি কথা