Amar Ekti Katha-Db

Amar Ekti Katha-Db

Debabrata Biswas

Длительность: 3:11
Год: 1980
Скачать MP3

Текст песни

আমার একটি কথা বাঁশি জানে বাঁশিই জানে
আমার একটি কথা
ভরে রইল বুকের তলা কারো কাছে হয় নি বলা
কেবল বলে গেলেম বাঁশির কানে কানে
আমার একটি কথা বাঁশি জানে বাঁশিই জানে
আমার একটি কথা
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে
চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে
চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে
এমনি গেল সারা রাতি পাইনি আমার জাগার সাথি
বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে
আমার একটি কথা বাঁশি জানে বাঁশিই জানে
আমার একটি কথা