Shomoy Gele, Shadhon Hobe Na

Shomoy Gele, Shadhon Hobe Na

Farida Parveen

Длительность: 10:32
Год: 2017
Скачать MP3

Текст песни

সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

দিন থাকতে দিনের সাধন
কেন জানলে না, তুমি?

সময় গেলে সাধন হবে না

জানো না মন খালে-বিলে
থাকে না মীন জল শুকালে
জানো না মন খালে-বিলে
থাকে না মীন জল শুকালে

কী হবে আর বাঁধাল দিলে?
মোহনা শুকনা থাকে

সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে

গাছ যদিও হয় বীজের জোরে
ফল ধরে না তাতে

সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

অমাবস্যায় পূর্ণিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়
অমাবস্যায় পূর্ণিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়

লালন বলে
তাহার সময় দণ্ড রয় না তাতে

সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না