Mohakaash

Mohakaash

Fossils

Альбом: Fossils 4
Длительность: 8:45
Год: 2013
Скачать MP3

Текст песни

এখন দৃষ্টি অবরুদ্ধ নয়
এখন ঠাণ্ডা মহাযুদ্ধ নয়
এখন দৃষ্টি অবরুদ্ধ নয়
এখন ঠাণ্ডা মহাযুদ্ধ নয়

বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি আমি
শেকলে বেঁধে মহাকাশ
বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি আমি
শেকলে বেঁধে মহাকাশ

এখন আমার গতিবেগ ঝড়ের
দুঃস্বপ্ন ভেঙে দিয়েছি নির্ঝরের
বকেয়া যত struggle চুকিয়ে
এ আমার আহ্লাদী তামাদি অবকাশ
শেকলে বেঁধেছি মহাকাশ

আজ দায়ভারহীন হালকা মন
অকালকুষ্মান্ড দিনযাপন
আজ দায়ভারহীন হালকা মন
অকালকুষ্মান্ড দিনযাপন
আজ ছাতার মাথা মাথামুণ্ডুহীন
প্রকল্পের খোঁজ
এ project ভুল projection-এ
দূরবীন বনাম অণুবীক্ষণে
এ উপন্যাসে রোজ গুঁজে গোঁজামিল
শুন্যতার overdose

তোমাকে নিয়ে যেতে পারি
যদি হও আলোর সওয়ারী
যদি খোঁজো নতুন বাড়ি আসমানে
আমি বোঝাতে পারি আজ্গুবির মানে
চাইলেই তুই আমার সঙ্গে যাবি
শুধু একটাই অলিখিত দাবি
রেখো মহাকাশের চাবি গোপনে
চলো আমার সঙ্গে আমার free-zone এ

এখন আমার গতিবেগ ঝড়ের
দুঃস্বপ্ন ভেঙে দিয়েছি নির্ঝরের
এখন আমার গতিবেগ ঝড়ের
দুঃস্বপ্ন ভেঙে দিয়েছি নির্ঝরের
বকেয়া যত struggle চুকিয়ে
এ আমার আহ্লাদী তামাদি অবকাশ

তাই
বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি আমি
শেকলে বেঁধে মহাকাশ
শেকলে বেঁধে মহাকাশ
শেকলে বেঁধেছি মহাকাশ
শেকলে বেঁধে মহাকাশ
(শেকলে বেঁধে মহাকাশ)
(শেকলে বেঁধে মহাকাশ)
(শেকলে বেঁধে মহাকাশ)
(শেকলে বেঁধে মহাকাশ)

(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)
(শেকলে)
(শেকলে বেঁধে)
(শেকলে)
(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)