Amar Bhanga Pather Ranga Dhulay
Hemanta Mukherjee
3:01আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি আমি জ্বালব না আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী আমি জ্বালব না মোর বাতায়নে আমার এ দেহ মন মিলায়ে যাক নিশীথরাতে আমার লুকিয়ে-ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে থাক না ঢাকা মোর বেদনার গন্ধখানি আমি জ্বালব না মোর বাতায়নে আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে আমার সকল দিনের পথ খোঁজা এই হল সারা এখন দিক-বিদিকের শেষে এসে দিশাহারা কিসের আশায় বসে আছি অভয় মানি আমি জ্বালব না মোর বাতায়নে