Ami Jwalbo Na Mor Batayone

Ami Jwalbo Na Mor Batayone

Hemanta Mukherjee

Длительность: 2:52
Год: 2000
Скачать MP3

Текст песни

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি
আমি জ্বালব না
আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী
আমি জ্বালব না মোর বাতায়নে

আমার এ দেহ মন মিলায়ে যাক নিশীথরাতে
আমার লুকিয়ে-ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে
থাক না ঢাকা মোর বেদনার গন্ধখানি

আমি জ্বালব না মোর বাতায়নে

আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে
যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে
আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে
যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে

আমার সকল দিনের পথ খোঁজা এই হল সারা
এখন দিক-বিদিকের শেষে এসে দিশাহারা
কিসের আশায় বসে আছি অভয় মানি

আমি জ্বালব না মোর বাতায়নে