Bhulini Tomay

Bhulini Tomay

Jisan Khan Shuvo

Альбом: Bhulini Tomay
Длительность: 5:23
Год: 2021
Скачать MP3

Текст песни

ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে আজও আছো তুমি
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে আজও আছো তুমি
এ জীবনে পাওয়া উপহারের মাঝে
জীবনে পাওয়া উপহারের মাঝে
তুমি সবচেয়ে দামি

ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে আজও আছো তুমি
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে আজও আছো তুমি

হয়তো একদিন আসবে যেদিন
রাখবে না মনে আমাকে
ভুলে যাবে পেছনের সবকিছু
ভালোবাসবে অন্য কাউকে

হয়তো একদিন আসবে যেদিন
রাখবে না মনে আমাকে
ভুলে যাবে পেছনের সবকিছু
ভালোবাসবে অন্য কাউকে

সময়ের ব্যবধানে নিয়তির খেলায়
হেরে গেছি আজ আমি

ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে আজও আছো তুমি
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে আজও আছো তুমি

আজও তোমার সেই স্মৃতিগুলো
আমাকে তাড়া করে বেড়ায়
তোমার মুখের সেই মায়াবী হাসি
ক্ষণে ক্ষণে মনে পড়ে যায়

আজও তোমার সেই স্মৃতিগুলো
আমাকে তাড়া করে বেড়ায়
তোমার মুখের সেই মায়াবী হাসি
ক্ষণে ক্ষণে মনে পড়ে যায়

সময়ের ব্যবধানে নিয়তির খেলায়
হেরে গেছি আজ আমি

ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে আজও আছো তুমি
ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি
মনেরই মাঝে আজও আছো তুমি