Amar Aguner Chhai

Amar Aguner Chhai

Raj Barman

Альбом: Mon Jaane Na
Длительность: 5:37
Год: 2018
Скачать MP3

Текст песни

আমার আগুনের ছাই জমে জমে
কত পাহাড় হয়ে যায়
আমার ফাগুনেরা দিন গোনে গোনে
আর উধাও হয়ে যায়

আমার আগুনের ছাই জমে জমে
কত পাহাড় হয়ে যায়
আমার ফাগুনেরা দিন গোনে গোনে
আর উধাও হয়ে যায়

যত পথের বাধা, সবইতো কালো সাদা
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে
কবে রে আসবে সে রোদেলা দিন

তোরই তো কাছে চাই পুরোনো কথাটাই
শুনতে আবার করে
এমনও যদি হয়, মনেরা নদী হয়
ভাসাবো অনেক দূরে

তোরই তো কাছে চাই পুরোনো কথাটাই
শুনতে আবার করে
এমনও যদি হয়, মনেরা নদী হয়
ভাসাবো অনেক দূরে

যত পথের বাধা, সবইতো কালো সাদা
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে
কবে রে আসবে সে রোদেলা দিন

ফেরাবো তোকে আর চেনাবো তোকেই
পৃথিবী নতুন করে
মেলাবো তোকে আজ আমার রঙেতেই
বসাবো নতুন সুরে

ফেরাবো তোকে আর চেনাবো তোকেই
পৃথিবী নতুন করে
মেলাবো তোকে আজ আমার রঙেতেই
বসাবো নতুন সুরে

যত পথের বাধা, সবইতো কালো সাদা
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে
কবে রে আসবে সে রোদেলা দিন