Maje Majhe

Maje Majhe

Kumar Sanu, Shreya Ghoshal, Jeet Gannguli, And Prasen

Альбом: Love Express
Длительность: 4:47
Год: 2017
Скачать MP3

Текст песни

আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী

আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী

মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই

অচেনা সকাল হোক
উদাসী বিকেল হোক
বারে বারে মনে হয়
তোর হাতে মরে যাই

মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই

আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী

আজকে ঘুরি আয় অন্য দুনিয়ায়
রাত্রি-দিনের অন্তহীনের রূপকথায়
আজকে পাখি হই, চুপ জোনাকি হই
ইচ্ছেডানায় সঙ্গে আমার চলবি আয়

মাঝে মাঝে তোর নেশা
নিজেকে ছাড়িয়ে যায়
ও, মাঝে মাঝে তোর নেশা
নিজেকে ছাড়িয়ে যায়
কখনোবা ছুঁয়ে ফেলে
কখনো হারিয়ে যায়

অচেনা সকাল হোক
উদাসী বিকেল হোক
বারে বারে মনে হয়
তোর হাতে মরে যাই

মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই

তুই না এলে আর
কী হবে আমার
সেসব কথা খুঁজতে গেলেই
কান্না পায়

যন্ত্রণা হাজার
করছে পারাপার
তোর দু'চোখের, তোর চিবুকের
ব্যস্ততায়

মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই

অচেনা সকাল হোক
উদাসী বিকেল হোক
বারে বারে মনে হয়
তোর হাতে মরে যাই

মাঝে মাঝে তোর কাছে
জেনেশুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই

আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী

আজকে হাওয়া ছন্নছাড়া
আজকে হাওয়া বেবাগী
আজকে সময় খোশমেজাজী
আজকে সময় সোহাগী