Aaj Amaye

Aaj Amaye

Jeet Gannguli & Anweshaa

Альбом: Power
Длительность: 4:21
Год: 2016
Скачать MP3

Текст песни

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়

দু'জনের একা হওয়া
আমাদের দেখা হওয়া
যেন লিখে রাখা ছিল তাই
দুটো পাখি একই ডালে
হাওয়াদের তালে তালে
পাশাপাশি উড়ে চলে যায়

হো, কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোর নাম, তোরই ছবি
এঁকেছি গোপনে

আজকে মন শূন্য তোকে ছাড়া
ইচ্ছেরা দিচ্ছে সে ইশারা

তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়

নান নানা, নান নানা, নানানানা
নান নানা, নান নানা, নানানানা
নান নানা, নান নানা, নানানানা

আমি তোর ছায়া হবো
কিছুটা বেহায়া হবো
চেয়ে নেবো চেনা আবদার
ঘুমের ভিতরে তোকে
ঘোরাবো নরম নদী
ঢেকে দেবো মেঘেতে আবার

হুম, কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোর নাম, তোরই ছবি
এঁকেছি গোপনে

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়