Tomar Chokher Shitolpati

Tomar Chokher Shitolpati

Lagnajita Chakraborty

Альбом: Cheeni
Длительность: 4:02
Год: 2020
Скачать MP3

Текст песни

তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে, সই

তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে, সই

শীতের রাতে যায় না বোঝা
মনের বালিশ, পশম মোজা
শীতের রাতে যায় না বোঝা
মনের বালিশ, পশম মোজা
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?

তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে, সই
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে, সই

তোমার কাছে রইলো রাখা
অনেকদিনের জমতে থাকা
মনের কথার সাধ
আজকে জোটে তোমায় যদি
একটা গোটা গঙ্গা নদী
করবো অনুবাদ

তোমার কাছে রইলো রাখা
অনেকদিনের জমতে থাকা
মনের কথার সাধ
আজকে জোটে তোমায় যদি
একটা গোটা গঙ্গা নদী
করবো অনুবাদ

অন্ধকারে যায় না দেখা
তোমার চুলের গন্ধ মাখা
অন্ধকারে যায় না দেখা
তোমার চুলের গন্ধ মাখা
স্বপ্নে ফোটে জুঁই
স্বপ্নে ফোটে জুঁই

তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে, সই
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে, সই

শীতের রাতে যায় না বোঝা
মনের বালিশ, পশম মোজা
শীতের রাতে যায় না বোঝা
মনের বালিশ, পশম মোজা
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?

তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে, সই
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে, সই