Je Bhabe Bachi Beche To Achi

Je Bhabe Bachi Beche To Achi

Linu Billah

Альбом: Osrur Arale
Длительность: 5:25
Год: 2016
Скачать MP3

Текст песни

যেভাবেই বাঁচি, বেঁচে তো আছি
জীবন আর মরণের মাঝামাঝি
যেভাবেই বাঁচি, বেঁচে তো আছি
জীবন আর মরণের মাঝামাঝি

তুমি আজ দুলছো সুখের দোলায়
আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়
তুমি আজ দুলছো সুখের দোলায়
আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়

যেভাবেই বাঁচি, বেঁচে তো আছি
জীবন আর মরণের মাঝামাঝি

তুমি কারও সাথি হয়ে থাকবে সুখে
বয়ে যাবো আমি দুঃখটাকে
তুমি কারও সাথি হয়ে থাকবে সুখে
বয়ে যাবো আমি দুঃখটাকে

হারানোর যন্ত্রণা কী দারুণ বলবো না
হারানোর যন্ত্রণা কী দারুণ বলবো না

যেভাবেই বাঁচি, বেঁচে তো আছি
জীবন আর মরণের মাঝামাঝি

ভালোবাসা কাঁটা হয়ে বিঁধলে বুকে
অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে
ভালোবাসা কাঁটা হয়ে বিঁধলে বুকে
অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে

আমি সেই সান্ত্বনা কোনোদিনই চাইবো না
আমি সেই সান্ত্বনা কোনোদিনই চাইবো না

যেভাবেই বাঁচি, বেঁচে তো আছি
জীবন আর মরণের মাঝামাঝি
যেভাবেই বাঁচি, বেঁচে তো আছি
জীবন আর মরণের মাঝামাঝি

তুমি আজ দুলছো সুখের দোলায়
আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়
তুমি আজ দুলছো সুখের দোলায়
আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়

যেভাবেই বাঁচি, বেঁচে তো আছি
জীবন আর মরণের মাঝামাঝি