Dekhechhi Rupshagore

Dekhechhi Rupshagore

Mahtim Shakib

Длительность: 3:55
Год: 2022
Скачать MP3

Текст песни

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আল্লা হুয়াকবার, আল্লা
Name of father
Said that
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে, কৃষ্ণা
যে মানুষ চেয়ে চেয়ে
ফিরিতেছি পাগল হয়ে
যে মানুষ চেয়ে চেয়ে
ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন
আর নিভে না
আমায় বলে বলুক লোকে মন্দ
বিরহে তার প্রাণ বাঁচে না
বলে বলুক লোকে মন্দ
বিরহে তার প্রাণ বাঁচে না
দেখেছি, দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপ সাগরে
মনের মানুষ কাঁচা সোনা
পথিক কয় ভেবোনা রে
ডুবে যাও রূপসাগরে
পথিক কয় ভেবোনা রে
ডুবে যাও রূপসাগরে
বিরলে বসে করো যোগ সাধনা
একবার ধরতে পেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিও না
ধরতে পেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিও না
দেখেছি, দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপ সাগরে
মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেও আর পেলেম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেও আর পেলেম না
দেখেছি, দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
রূপ সাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
না যাও দিক কপালে
তোমার কী আছে দেও
বুঝলে না তিন পোড়াতেও
খাঁটি হলে না
অমন তিনপুরাতে
তিন পোড়াতেও খাঁটি হলে না