Ebhabe Amar Hoye Jabe

Ebhabe Amar Hoye Jabe

Mekhla Dasgupta & Rupak Tiyari

Длительность: 4:22
Год: 2022
Скачать MP3

Текст песни

সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা
এভাবে আমার হয়ে যাবে
আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু
এভাবে মলাট খুঁজে পাবে

হাওয়া কেন চেনা আঙুলে?
হাওয়া কেন আমাকে ছুঁলে?
আমিও কি পড়েছি প্রেমে অকারণ?
হাওয়া কেন চেনা আঙুলে?
হাওয়া কেন আমাকে ছুঁলে?
আমিও কি পড়েছি প্রেমে অকারণ?

সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা
এভাবে আমার হয়ে যাবে
আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু
এভাবে মলাট খুঁজে পাবে

আমি তো বলিনি তাকে সাজানো সিঁড়ির বাঁকে
তবে সে কেমন করে বুঝে নিলো সব?
সন্ধ্যের আবদারে ফোঁটা ফোঁটা প্রেমজুড়ে
আমাকে সে ঘিরে থাকা কলরব
রূপকথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক
দুটি চোখজুড়ে সারাক্ষণ

হাওয়া কেন চেনা আঙুলে?
হাওয়া কেন আমাকে ছুঁলে?
আমিও কি পড়েছি প্রেমে অকারণ?
হাওয়া কেন চেনা আঙুলে?
হাওয়া কেন আমাকে ছুঁলে?
আমিও কি পড়েছি প্রেমে অকারণ?

সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা
এভাবে আমার হয়ে যাবে
আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু
এভাবে মলাট খুঁজে পাবে

सैयाँ बिना जिया नहीं लागे
मोरा सैयाँ घर आवे