Na Na Na Pakhitar Buke

Na Na Na Pakhitar Buke

Mohd.Rafi

Длительность: 3:05
Год: 1986
Скачать MP3

Текст песни

না না না পাখিটার বুকে যেন তীর মেরো না
ওকে গাইতে দাও
ওর কন্ঠ থেকে গান কেরো না
না না না পাখিটার বুকে যেন তীর মেরো না
ওকে গাইতে দাও
ওর কন্ঠ থেকে গান কেরো না না না না
দেখো ভেবে পাখিটা মরে গেলে
ফাগুন বিদায় নেবে
দেখো ভেবে পাখিটা মরে গেলে
ফাগুন বিদায় নেবে
ওর গানই যে ফুল ফোঁটার প্রেরণা
পাখিটার বুকে যেন তীর মেরো না
ওকে গাইতে দাও
ওর কন্ঠ থেকে গান কেরো না না না না
চাও নাকি পাখিটা সারা দিন গান গেয়ে
ঘরে ফিরে তার ভেঙ্গ না ওর সোনার সংসার
কত সুখী ওর ঐ গান শুনে
ফোঁটে যে সূর্যমুখী যদি আনন্দ পেতে চাও
ওকে তুমি ছেড়ো না
পাখিটার বুকে যেন তীর মেরো না
ওকে গাইতে দাও
ওর কন্ঠ থেকে গান কেরো না না না না