Taakey Joto Tarai Dure

Taakey Joto Tarai Dure

Mohiner Ghoraguli

Длительность: 4:37
Год: 2012
Скачать MP3

Текст песни

তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
থাকি আমি ভয়ে দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে

তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
থাকি আমি ভয়ে দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে

আজ, কাল বা পরশু যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মতো আমার ছায়ায়
আজ, কাল বা পরশু যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মতো আমার ছায়ায়

ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে, একলা রাতে অন্যমন
ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে, একলা রাতে অন্যমন

সে অবুঝ খেয়ালি, সে ভীষণ একাকী
আবেগ সবই তার তো ফাঁকি
সে অবুঝ খেয়ালি, সে ভীষণ একাকী
আবেগ সবই তার তো ফাঁকি

এখনও ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ
এখনও ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ

ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ
ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ