Ghore Pherar Gaan
Mohiner Ghoraguli
5:58তাকে যত তাড়াই দূরে দূরে তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে থাকি আমি ভয়ে দূরে দূরে যদি সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে তাকে যত তাড়াই দূরে দূরে তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে থাকি আমি ভয়ে দূরে দূরে যদি সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে আজ, কাল বা পরশু যদি সে এসে দাঁড়ায় ছায়ার মতো আমার ছায়ায় আজ, কাল বা পরশু যদি সে এসে দাঁড়ায় ছায়ার মতো আমার ছায়ায় ছায়ারও ছায়াতে সে অন্যজন ভরদুপুরে, একলা রাতে অন্যমন ছায়ারও ছায়াতে সে অন্যজন ভরদুপুরে, একলা রাতে অন্যমন সে অবুঝ খেয়ালি, সে ভীষণ একাকী আবেগ সবই তার তো ফাঁকি সে অবুঝ খেয়ালি, সে ভীষণ একাকী আবেগ সবই তার তো ফাঁকি এখনও ভাবে সে ফুটবে পলাশ ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ এখনও ভাবে সে ফুটবে পলাশ ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ