Bhalobeshe Jara Kedeche

Bhalobeshe Jara Kedeche

Monir Khan

Длительность: 4:43
Год: 2017
Скачать MP3

Текст песни

ভালোবেসে যারা কেঁদেছে
আমি যে তাদের একজন
ভালোবেসে যারা কেঁদেছে
আমি যে তাদের একজন

ভালোবাসা মানে চোখে জল এনে
দূরে চলে যায় স্বজন

ভালোবেসে যারা কেঁদেছে
আমি যে তাদের একজন

প্রথমে ভালোবাসা বুকে বাঁধে ঘর
তারপর সযতনে ভাঙে অন্তর
প্রথমে ভালোবাসা বুকে বাঁধে ঘর
তারপর সযতনে ভাঙে অন্তর

প্রেম বহুরূপী, এসে চুপি চুপি
নীরবে ভাসায় নয়ন

ভালোবেসে যারা কেঁদেছে
আমি যে তাদের একজন

ফাগুনে কাছে এসে রাঙিয়ে এ মন
তারপরে বরষাতে ভেজায় ভুবন
ও, ফাগুনে কাছে এসে রাঙিয়ে এ মন
তারপরে বরষাতে ভেজায় ভুবন

প্রেম মরীচিকা, আগুনের শিখা
নীরবে পোড়ায় জীবন

ভালোবেসে যারা কেঁদেছে
আমি যে তাদের একজন
ভালোবেসে যারা কেঁদেছে
আমি যে তাদের একজন

ভালোবাসা মানে চোখে জল এনে
দূরে চলে যায় স্বজন

ভালোবেসে যারা কেঁদেছে
আমি যে তাদের একজন