Ki Kore Bhulibo Tare
Monir Khan
6:27ভালোবেসে যারা কেঁদেছে আমি যে তাদের একজন ভালোবেসে যারা কেঁদেছে আমি যে তাদের একজন ভালোবাসা মানে চোখে জল এনে দূরে চলে যায় স্বজন ভালোবেসে যারা কেঁদেছে আমি যে তাদের একজন প্রথমে ভালোবাসা বুকে বাঁধে ঘর তারপর সযতনে ভাঙে অন্তর প্রথমে ভালোবাসা বুকে বাঁধে ঘর তারপর সযতনে ভাঙে অন্তর প্রেম বহুরূপী, এসে চুপি চুপি নীরবে ভাসায় নয়ন ভালোবেসে যারা কেঁদেছে আমি যে তাদের একজন ফাগুনে কাছে এসে রাঙিয়ে এ মন তারপরে বরষাতে ভেজায় ভুবন ও, ফাগুনে কাছে এসে রাঙিয়ে এ মন তারপরে বরষাতে ভেজায় ভুবন প্রেম মরীচিকা, আগুনের শিখা নীরবে পোড়ায় জীবন ভালোবেসে যারা কেঁদেছে আমি যে তাদের একজন ভালোবেসে যারা কেঁদেছে আমি যে তাদের একজন ভালোবাসা মানে চোখে জল এনে দূরে চলে যায় স্বজন ভালোবেসে যারা কেঁদেছে আমি যে তাদের একজন