Tomar Kono Dosh Nei
Monir Khan
4:35অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে তুমিহীনা মরুভূমি আমার এ জীবন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছো তুমি, ভোলেনি এ মন অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে পৃথিবী আঁধার হলো তোমারই কারণে বেঁচে থেকে সুখ নেই, সুখ বুঝি মরণে ও, পৃথিবী আঁধার হলো তোমারই কারণে বেঁচে থেকে সুখ নেই, সুখ বুঝি মরণে তবুও জানতে চাই আছো গো কেমন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছো তুমি, ভোলেনি এ মন এ জনমে নাইবা তোমাকে পেলাম পরজনমে পাবো, আশা রাখলাম ও, এ জনমে নাইবা তোমাকে পেলাম পরজনমে পাবো, আশা রাখলাম এভাবে মরতে চাই সুখেরই মরণ এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছো তুমি, ভোলেনি এ মন অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে তুমিহীনা মরুভূমি আমার এ জীবন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছো তুমি, ভোলেনি এ মন অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে