Bidhi Amar E Chok Ondho Kore Daw

Bidhi Amar E Chok Ondho Kore Daw

Monir Khan

Длительность: 4:48
Год: 2017
Скачать MP3

Текст песни

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে
সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে
তুমিহীনা মরুভূমি আমার এ জীবন
এখন আমার কেউ নেই যে আপন
ভুলতে পেরেছো তুমি, ভোলেনি এ মন

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে
সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে

পৃথিবী আঁধার হলো তোমারই কারণে
বেঁচে থেকে সুখ নেই, সুখ বুঝি মরণে
ও, পৃথিবী আঁধার হলো তোমারই কারণে
বেঁচে থেকে সুখ নেই, সুখ বুঝি মরণে
তবুও জানতে চাই আছো গো কেমন
এখন আমার কেউ নেই যে আপন
ভুলতে পেরেছো তুমি, ভোলেনি এ মন

এ জনমে নাইবা তোমাকে পেলাম
পরজনমে পাবো, আশা রাখলাম
ও, এ জনমে নাইবা তোমাকে পেলাম
পরজনমে পাবো, আশা রাখলাম
এভাবে মরতে চাই সুখেরই মরণ
এখন আমার কেউ নেই যে আপন
ভুলতে পেরেছো তুমি, ভোলেনি এ মন

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে
সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে
তুমিহীনা মরুভূমি আমার এ জীবন
এখন আমার কেউ নেই যে আপন
ভুলতে পেরেছো তুমি, ভোলেনি এ মন

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে
সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে