O Shey Ashibe Ashibe
Monir Khan
4:35তুমি কোনো ভুল করোনি ভুল তো করেছি আমি ভালোবেসে তোমাকে এই আমি আমাকে করেছি জীবন্ত মমি তুমি কোনো ভুল করোনি ভুল তো করেছি আমি সাদা কাগজের মতো এই মনে দিয়েছ তুমি যে এক ফোঁটা কলঙ্কের দাগ সাদা কাগজের মতো এই মনে দিয়েছ তুমি যে এক ফোঁটা কলঙ্কের দাগ আমার দুঃখ, আমার কলঙ্কের কেউ তো নেয় না ভাগ তবুও আমার কাছে, জেনো গো তুমি ভালোবাসা সবচেয়ে দামি ও ভালোবাসা সবচেয়ে দামি তুমি কোনো ভুল করোনি ভুল তো করেছি আমি চিরজীবনের মতো গিয়েছ বহুদূরে ফিরবে না তুমি যে আর কোনো দিন চিরজীবনের মতো গিয়েছ বহুদূরে ফিরবে না তুমি যে আর কোনো দিন আমার স্বপ্ন, আমার ভালোবাসা ভেঙেচূরে হয়েছে নীল তোমার আদালতে কেন যে তুমি করেছ আমায় আসামি ও করেছ আমায় আসামি তুমি কোনো ভুল করোনি ভুল তো করেছি আমি ভালোবেসে তোমাকে এই আমি আমাকে করেছি জীবন্ত মমি তুমি কোনো ভুল করোনি ভুল তো করেছি আমি