Ekbar Chokher Dekha

Ekbar Chokher Dekha

Monir Khan

Альбом: Shei Tumi
Длительность: 4:51
Год: 2017
Скачать MP3

Текст песни

তুমি কোনো ভুল করোনি
ভুল তো করেছি আমি

ভালোবেসে তোমাকে
এই আমি আমাকে
করেছি জীবন্ত মমি

তুমি কোনো ভুল করোনি
ভুল তো করেছি আমি

সাদা কাগজের মতো এই মনে দিয়েছ
তুমি যে এক ফোঁটা কলঙ্কের দাগ

সাদা কাগজের মতো এই মনে দিয়েছ
তুমি যে এক ফোঁটা কলঙ্কের দাগ

আমার দুঃখ, আমার কলঙ্কের
কেউ তো নেয় না ভাগ
তবুও আমার কাছে, জেনো গো তুমি
ভালোবাসা সবচেয়ে দামি
ও ভালোবাসা সবচেয়ে দামি

তুমি কোনো ভুল করোনি
ভুল তো করেছি আমি

চিরজীবনের মতো গিয়েছ বহুদূরে
ফিরবে না তুমি যে আর কোনো দিন

চিরজীবনের মতো গিয়েছ বহুদূরে
ফিরবে না তুমি যে আর কোনো দিন

আমার স্বপ্ন, আমার ভালোবাসা
ভেঙেচূরে হয়েছে নীল
তোমার আদালতে কেন যে তুমি
করেছ আমায় আসামি
ও করেছ আমায় আসামি

তুমি কোনো ভুল করোনি
ভুল তো করেছি আমি

ভালোবেসে তোমাকে
এই আমি আমাকে
করেছি জীবন্ত মমি

তুমি কোনো ভুল করোনি
ভুল তো করেছি আমি