Tomar Kono Dosh Nei
Monir Khan
4:35তোমার আগেই চলে যাবো দাও সেই বর, তুমি দাও সেই বর সমাধির পাশে বসে কাঁদবে যখন পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর প্রতিদিন ফুল দিতে আসবে তুমি আমি কি এতটা হবো যোগ্য? প্রতিদিন ফুল দিতে আসবে তুমি আমি কি এতটা হবো যোগ্য? ঈর্ষায় জ্বলেপুড়ে মরবে লোকে ঈর্ষায় জ্বলেপুড়ে মরবে লোকে বলবে, মৃতের কী ভাগ্য! আমি কি এতটা হবো যোগ্য? প্রাণহীন দেহ, তবু শুনবো প্রিয়ার প্রিয় কণ্ঠস্বর পৃথিবী জানবে মৃত্যু যে কত সুন্দর পাথরের চোখ দিয়ে থাকবো চেয়ে তুমি এলে ফিরে পাবো দৃষ্টি পাথরের চোখ দিয়ে থাকবো চেয়ে তুমি এলে ফিরে পাবো দৃষ্টি একদিন না এলে এই দু'চোখে একদিন না এলে এই দু'চোখে ঝরবে শ্রাবণ বৃষ্টি তুমি এলে ফিরে পাবো দৃষ্টি তুমি আজ কথা দাও ভাঙবে না কোনোদিন এই অন্তর পৃথিবী বুঝবে মৃত্যু যে কত সুন্দর তোমার আগেই চলে যাবো দাও সেই বর, তুমি দাও সেই বর সমাধির পাশে বসে কাঁদবে যখন পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর