Kojon Prothom Preme

Kojon Prothom Preme

Monir Khan

Альбом: Tomar Kono Dosh Nei
Длительность: 4:52
Год: 2017
Скачать MP3

Текст песни

ক'জনা প্রথম প্রেমেই ঘর বেঁধেছে?
না পাওয়ার বেদনাতে বেশি কেঁদেছে
ক'জনা প্রথম প্রেমেই ঘর বেঁধেছে?
না পাওয়ার বেদনাতে বেশি কেঁদেছে
ক'জনা প্রথম প্রেমেই ঘর বেঁধেছে?

প্রথম প্রেমের প্রথম দাগ সব হৃদয়েই লাগে
যায় না মোছা কোনোদিনও শেষ বিদায়ের আগে
প্রথম প্রেমের প্রথম দাগ সব হৃদয়েই লাগে
যায় না মোছা কোনোদিনও শেষ বিদায়ের আগে
সেই প্রেমেরই বীণাতে তাই প্রেমিক মন সেধেছে
না পাওয়ার বেদনাতে বেশি কেঁদেছে

ক'জনা প্রথম প্রেমেই ঘর বেঁধেছে?

নিজের কথা বলি আমি, ভুলতে পারি না তাকে
দুঃখ দিলো আমারই প্রিয়া ভালোবেসে এই আমাকে
নিজের কথা বলি আমি, ভুলতে পারি না তাকে
দুঃখ দিলো আমারই প্রিয়া ভালোবেসে এই আমাকে
সেই প্রেয়সী এখনও আমার বুকটা জুড়ে রয়েছে
না পাওয়ার বেদনাতে বেশি কেঁদেছে

ক'জনা প্রথম প্রেমেই ঘর বেঁধেছে?
না পাওয়ার বেদনাতে বেশি কেঁদেছে
ক'জনা প্রথম প্রেমেই ঘর বেঁধেছে?