Bhalobeshe Onekei
Monir Khan
5:33রঙিন খামে আমার নামে প্রেমের চিঠি এসেছে নাম-ঠিকানাহীন কোন সে তরুণী আমাকে ভালোবেসেছে ও, আমাকে ভালোবেসেছে রঙিন খামে আমার নামে প্রেমের চিঠি এসেছে নাম-ঠিকানাহীন কোন সে তরুণী আমাকে ভালোবেসেছে ও, আমাকে ভালোবেসেছে যেখানে যাই, যেদিকে চাই, দেখি যে চারিদিকে গাছের পাতায়, ফুলে ফুলে রেখেছে চিঠি লিখে আমি যেখানে যাই, যেদিকে চাই, দেখি যে চারিদিকে গাছের পাতায়, ফুলে ফুলে রেখেছে চিঠি লিখে প্রেমেরই বরষাতে রঙে মন ভেসেছে রঙিন খামে আমার নামে প্রেমের চিঠি এসেছে নাম-ঠিকানাহীন কোন সে তরুণী আমাকে ভালোবেসেছে ও, আমাকে ভালোবেসেছে অনামিকা, দাও না দেখা আমারই কাছে এসে প্রথম প্রেমের গোলাপ তুমি দাও না ভালোবেসে অনামিকা, দাও না দেখা আমারই কাছে এসে প্রথম প্রেমের গোলাপ তুমি দাও না ভালোবেসে অজানা এ কোন সুখে আমার মন হেসেছে রঙিন খামে আমার নামে প্রেমের চিঠি এসেছে নাম-ঠিকানাহীন কোন সে তরুণী আমাকে ভালোবেসেছে ও, আমাকে ভালোবেসেছে রঙিন খামে আমার নামে প্রেমের চিঠি এসেছে নাম-ঠিকানাহীন কোন সে তরুণী আমাকে ভালোবেসেছে ও, আমাকে ভালোবেসেছে ও, আমাকে ভালোবেসেছে ও, আমাকে ভালোবেসেছে