Bibagi Phone (From Dilkhush)

Bibagi Phone (From Dilkhush)

Nilayan Chatterjee

Длительность: 3:46
Год: 2022
Скачать MP3

Текст песни

বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়
তোমাকে চায় ওই একঘেয়ে ক্যাফে গিটারের সুর
কংক্রিট ভিড় বিদ্রোহে জিতে যাওয়া সেই পুকুর
সবাই তোমাকে চায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়
খুঁজি তোমায় ভোরের alarm—এ
সিনেমা হলের সিটের আরামে
গরম দিনের ঠান্ডা জলে
বা থাকো সরকারী কোনো নোটিশ খামে
প্রথম ক্যাসেট, তোমাকে চায়
শেষ অসুখ তোমাকে চায়
কতবার ভেবেছি হায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী ফোন তোমাকে চায়
সব অজুহাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়
তোমাকে চায় সেই প্রথম ভালোলাগা প্রেমের গান
সবার চোখে শুধু তোমায় খুঁজে পাওয়ার অভিযান
সবাই তোমাকে চায়
বলো তোমায় পাবো কোথায়
বিবাগী রোদ তোমাকে চায়
জোৎস্না রাত তোমাকে চায়
দেখা দেওয়া তোমারই দায়
বলো তোমায় পাবো কোথায়