Kichchu Chaini Aami

Kichchu Chaini Aami

Anirban Bhattacharya

Длительность: 6:56
Год: 2019
Скачать MP3

Текст песни

কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা

না-না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা

সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে
সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে

বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা

কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া

বাসতে বাসতে ভালো
তোমারই দু'হাতে গেছি মরে
বাসতে বাসতে ভালো
তোমারই দু'হাতে গেছি মরে
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়াপথ ধরে

খুঁজেছি তোমার মুখ
সমস্ত উপকথা খুলে
রাজকুমারীর মায়া
পৃথিবী যায়নি আজও ভুলে

না-না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা

নীল প্রাসাদের সিঁড়ি
ঢেকে রাখে ধূসর কুয়াশা
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা
নীল প্রাসাদের সিঁড়ি
ঢেকে রাখে ধূসর কুয়াশা
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা

দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে
চেনা কিশোরীর মত
আমাকে নানান নামে ডাকে

না-না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালোবাসা ছাড়া
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা