Ami Chalte Chalte Theme Gechi

Ami Chalte Chalte Theme Gechi

Pintoo Bhattacharya

Длительность: 3:06
Год: 2014
Скачать MP3

Текст песни

আমি চলতে চলতে থেমে গেছি
আমি বলতে বলতে ভুলে গেছি
যে কথা তোমাকে বলব।
আমি সপ্তসিন্ধু পার হয়ে,
গোষ্পদে বাধা পড়ে গেছি
এ ব্যাথা কাহারে বলব।

জানি না
জানি না
জানি না
জানি না
কতদিন, কখন, এমন লগন সে আসবে।
দুচোখ ভরে শুধু কাঁদব
আর বুনে যাব মুক্ত-সোনা।

আমি পান্থ পান্থ সুদূরেরি
আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি
বলনা কী করে চলব।
আমি পান্থ পান্থ সুদূরেরি
আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি
বলনা কী করে চলব।

কেন যে
কেন যে
কেন যে
কেন যে
এ নয়ন স্বপন মগন হয়ে যে থাকে
দেখেও কিছু যে দেখেনা
আর বুঝেও কিছু সে বোঝেনা।
হেথা অন্তহীন মরু ধূ ধূ
আমি ছোট্ট ছোট্ট কবি শুধু
এ কথা কী করে ভুলব।
আমি চলতে চলতে থেমে গেছি
আমি বলতে বলতে ভুলে গেছি
যে কথা তোমাকে বলব।