Pagol Haoya

Pagol Haoya

Subir Sen

Длительность: 3:42
Год: 1977
Скачать MP3

Текст песни

পাগল হাওয়া
কি আমার মতন তুমিও হারিয়ে গেলে
ফুলের বনে হাজার রঙের মেলায়
সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে
পাগল হাওয়া

বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে
কি জানি কি বা রূপে
সে আসে চুপে চুপে, জড়াতে চায় আমারে
বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে
কি জানি কি বা রূপে
সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে
বসন্ত যখন
বনে বনে তখন বাতাসে
মাতাল এই বাঁশিতে কি কথা যায় বলে

পাগল হাওয়া
কি আমার মতন তুমিও হারিয়ে গেলে
ফুলের বনে হাজার রঙের মেলায়
সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে
পাগল হাওয়া

এবার সাঙ্গ মোর হয়েছে খেলা, বিজয়িনী
ঝরা ফুলের পল্লবে এ মালা গাঁথো তবে
পরায়ে দাও, বিজয়িনী
এবার সাঙ্গ মোর হয়েছে খেলা, বিজয়িনী
ঝরা ফুলের পল্লবে এ মালা গাঁথো তবে
পরায়ে দাও, বিজয়িনী
এবার সাঙ্গ মোর
হার মানা হারে আমারে
সাজায়ে সজনী বাঁধন দাও গলে

পাগল হাওয়া
কি আমার মতন তুমিও হারিয়ে গেলে
ফুলের বনে হাজার রঙের মেলায়
সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে
পাগল হাওয়া