Notice: file_put_contents(): Write of 720 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/karaokeplus.ru/system/url_helper.php on line 265
Prasenjit Mallick, Bob Stephen, & Gopika Goswami - Jamai 420 Theme | Скачать MP3 бесплатно
Jamai 420 Theme

Jamai 420 Theme

Prasenjit Mallick, Bob Stephen, & Gopika Goswami

Длительность: 4:07
Год: 2015
Скачать MP3

Текст песни

জামাই সেজে আমি হাজির হয়েছি
(হাজির হয়েছি, হাজির হয়েছি)
উপহার কী কী পাবো list করেছি
(List করেছি, list করেছি)

জামাই সেজে আমি হাজির হয়েছি
উপহার কী কী পাবো list করেছি
জমিয়ে খাবো আমি ইলিশ-মাংস-কৈ
খাবো আমি চেটেপুটে মিষ্টি, সাথে দই

করো না বেশি সাওয়াল
দেখাবো আমার কামাল
ষষ্ঠীর জামাই আমি hit

জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

আসছে সবাই মিলেমিশে
জামাই দেখার আজকে মজা
ভীড়ের মাঝে নতুন করে
তোমাকে আজ শুধু খোঁজা

আসছে সবাই মিলেমিশে
জামাই দেখার আজকে মজা
ভীড়ের মাঝে নতুন করে
তোমাকে আজ শুধু খোঁজা

করো না বেশি সাওয়াল
দেখাবো আমার কামাল
ষষ্ঠীর জামাই আমি hit

জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

দুষ্টু ছেলে জামাই সেজে
দেখে আমায় উঁকি দিয়ে
দেখি তোমায় লাজুক চোখে
আছো তুমি এ মন জুড়ে

দুষ্টু ছেলে জামাই সেজে
দেখে আমায় উঁকি দিয়ে
দেখি তোমায় লাজুক চোখে
আছো তুমি এ মন জুড়ে

করো না বেশি সাওয়াল
দেখাবো আমার কামাল
ষষ্ঠীর জামাই আমি hit

জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

জামাই সেজে আমি হাজির হয়েছি
উপহার কী কী পাবো list করেছি
জমিয়ে খাবো আমি ইলিশ-মাংস-কৈ
খাবো আমি চেটেপুটে মিষ্টি, সাথে দই

করো না বেশি সাওয়াল
দেখাবো আমার কামাল
ষষ্ঠীর জামাই আমি hit

জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০

জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০