Besh Korechi Prem Korechi

Besh Korechi Prem Korechi

Shaan, Akriti Kakar, Jeet Gannguli, And Raja Chanda

Длительность: 4:08
Год: 2020
Скачать MP3

Текст песни

তোর প্রেমে পিছলে আগের record ভেঙেছি
হোক না থানা-পুলিশ, flying kiss ছুঁড়েছি
এই, তোর প্রেমে পিছলে আগের record ভেঙেছি
হোক না থানা-পুলিশ, flying kiss ছুঁড়েছি
মাইক নিয়ে বলবো, সবাই শোন, শোন, শোন

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

তোর চোখে দুষ্টুমির ওই আগুন দেখেছি
মনে মনে মনের খবর তোকে দিয়ে রেখেছি
কানে কানে বলছি এবার, শোন, শোন, শোন

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

চোখে চোখ যেই পড়েছে, antenna ঠিক নড়েছে
হৃদয়ের connection-এ তরতাজা signal
আজকাল হঠাৎ করে বুকে প্রেম-ফানুস ওড়ে
তোকে মন দিয়ে এবার বদলেছে দিনকাল

চোখে চোখ যেই পড়েছে, antenna ঠিক নড়েছে
হৃদয়ের connection-এ তরতাজা signal
আজকাল হঠাৎ করে বুকে প্রেম-ফানুস ওড়ে
তোকে মন দিয়ে এবার বদলেছে দিনকাল

তোর চোখে দুষ্টুমির ওই আগুন দেখেছি
মনে মনে মনের খবর তোকে দিয়ে রেখেছি
কানে কানে বলছি এবার, শোন, শোন, শোন

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো

ইশারায় ডাকলে কাছে মনে ঠিক ময়ূর নাচে
পেখমের রঙ লেগেছে, হৃদয়ে রোশনাই
কেন মন করলি চুরি, চোখে চোখে লুকোচুরি
হারিয়ে যাওয়ার ডাকে এক ছুটে পালাই

ইশারায় ডাকলে কাছে মনে ঠিক ময়ূর নাচে
পেখমের রঙ লেগেছে, হৃদয়ে রোশনাই
কেন মন করলি চুরি, চোখে চোখে লুকোচুরি
হারিয়ে যাওয়ার ডাকে এক ছুটে পালাই

তোর প্রেমে পিছলে আগের record ভেঙেছি
হোক না থানা-পুলিশ, flying kiss ছুঁড়েছি
মাইক নিয়ে বলবো সবাই, শোন, শোন, শোন

বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো
বেশ করেছি প্রেম করেছি, করবোই তো