Sondha Neme Ashuk
Raisa Khan
3:10একলা একা মন চায় পেতে সারাক্ষণ তোমায় কাছে চুপি চুপি এ মন ডাকে সারাক্ষণ তোমায় কাছে নেই পথ জানা তবু মেলি ডানা তোমার আকাশে আবছা আলো ,আবছা ছায়া আবছা তোমার ছোঁয়া হারিয়েছি মন, নাকি,নিজে হারালাম কি যে গেলো খোয়া নেই পথ জানা তবু মেলি ডানা তোমার আকাশে কোমল সুরে বাহুডোরে ডাকো ইশারায় রিক্ত হৃদয় খুলেছে দ্বার কি যে পাওয়ার আশায় নেই পথ জানা তবু মেলি ডানা তোমার আকাশে