Ekla Eka Mon

Ekla Eka Mon

Raisa Khan

Альбом: Ekla Eka Mon
Длительность: 3:25
Год: 2025
Скачать MP3

Текст песни

একলা একা মন
চায় পেতে সারাক্ষণ
তোমায় কাছে
চুপি চুপি এ মন
ডাকে সারাক্ষণ তোমায় কাছে
নেই পথ জানা
তবু মেলি ডানা
তোমার আকাশে

আবছা আলো ,আবছা ছায়া আবছা তোমার ছোঁয়া
হারিয়েছি মন,
নাকি,নিজে হারালাম
কি যে গেলো খোয়া
নেই পথ জানা
তবু মেলি ডানা
তোমার আকাশে

কোমল সুরে বাহুডোরে
ডাকো ইশারায়
রিক্ত হৃদয় খুলেছে দ্বার
কি যে পাওয়ার আশায়
নেই পথ জানা
তবু মেলি ডানা
তোমার আকাশে