Prem Ki Bujhini

Prem Ki Bujhini

Zubeen Garg, Akriti Kakar, Jeet Gannguli, And Prasen

Альбом: Paglu
Длительность: 3:50
Год: 2017
Скачать MP3

Текст песни

প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি
আজ কি হলো রে আমার
তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ
ইচ্ছে নিয়ে পালাবার
তুই ছাড়া না এই মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয় চলে আয় আমার কাছে আয়
মন মাতাল যাবেই তোর সাথে
এই ভাবেই হারাবে তোর সাথে
রাত সকাল লিখছি তোর হাতে নাম
মন মাতাল যাবেই তোর সাথে
এই ভাবেই হারাবে তোর সাথে
রাত সকাল লিখছি তোর হাতে নাম
প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি
আজ কি হলো রে আমার
তুই তো ছিলি বেশ লুকিয়ে বিন্দেশ
ইচ্ছে নিয়ে পালাবার
তুই ছাড়া না এই মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয় চলে আয় আমার কাছে আয়
ইচেছরা মেলেছে আজ ডানা
তোর সাথেই পালাতে নেই মানা
ভেঙ্গে দে সব সীমানা লাগাম
ইচেছরা মেলেছে আজ ডানা
তোর সাথেই পালাতে নেই মানা
ভেঙ্গে দে সব সীমানা লাগাম
প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি
আজ কি হলো রে আমার
তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ
ইচেছ নিয়ে পালাবার
তুই ছাড়া না এই মন বাঁচে
তুই ছাড়া বল কে আর আছে
আয় চলে আয় আমার কাছে আয়