Ek Jibone Eto Prem
Shahid
4:40তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন হয়েছে মধুময়... যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়. তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় তোমারি পরশে ভালোবাসা, আসে মনেরই আঙ্গিনায় নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই তোমারি পরশে ভালোবাসা, আসে মনেরই আঙ্গিনায় নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে, দুজনে একসাথে ভেসে যাই ভেসে ভেসে ভালবেসে, সারা জীবন বাঁচতে চাই সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে, দুজনে একসাথে ভেসে যাই ভেসে ভেসে ভালবেসে, সারা জীবন বাঁচতে চাই তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায়