Tar Cheye Mene Nao

Tar Cheye Mene Nao

Shayan

Альбом: Tar Cheye Mene Nao
Длительность: 4:51
Год: 2023
Скачать MP3

Текст песни

তোমার সাথে হেঁটে এতখানি পথ
আবার নতুন করে খুঁজব কাকে
তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে

তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে

এতদিনে ভেঙ্গে গ্যাছে কিছু মোহ তাই
নিজেকে প্রশ্ন করি হাত ধরে কার
পড়ে থাকা পথ টুকু পাড়ি দিতে চাই
তোমারও ভেঙ্গেছে জানি স্বপ্নিল মন
আমি ও হেরেছি খুবই একই সে খেলায়
পড়ন্ত বিকেলেরও যাই যাই ভাব
তুমি আমি কাকে খুঁজি এই অবেলায়

তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে

তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে

তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে

বাছাবাছি শেষ হলে তারে দাও মন
এমন ও তো হতে পারে সেও শেষমেশ
রইল না থাকলো না মনের মতন
জীবনের বাকি আছে কতটুকু আর
একই সে আঘাত যদি ঘুরে আসে ফের
তার চেয়ে নিজেদেরই সাজাই আবার
এখন ও তো ভালোবাসা বাকি আছে ঢের

তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে

তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে

তার চেয়ে মেনে নাও যে যার মতন
তুমি মানো আমাকে আমি তোমাকে
তুমি মানো আমাকে আমি তোমাকে