Ei To Hethay Kunja Chhayay - Unplugged

Ei To Hethay Kunja Chhayay - Unplugged

Partha Pratim Ghosh & Anjali Mondal

Длительность: 3:22
Год: 2023
Скачать MP3

Текст песни

এই তো হেথায় কুঞ্জ ছায়ায়
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে কটি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাবো দোঁহে
স্বপ্ন মধুর মোহে...........
.
কাটবে প্রহর তোমার সাথে
হাতের পরশ রইবে হাতে
রইবো যেদিন মুখোমুখি মিলন আগ্রহে
স্বপ্ন মধুর মোহে...........
.
এই বনেরই মিষ্টি মধুর
শান্ত ছায়া ঘিরে
মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি
গুঞ্জরনের নীড়ে আসর জমিয়ে দেবে জানি
অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে
জীবন মোদের যাবে ভরে
রঙের সমারোহে
স্বপ্ন মধুর মোহে...........