Chupi Chupi
Shreya Ghoshal & Mohit Chauhan
4:07ও মনপাখি, ও মনপাখি শুধু একটা বার ফিরে তাকা গেলি চোখ ছুঁয়ে, বড়ো কাছ দিয়ে আর বুকটা করে গেলি ফাঁকা ও মনপাখি, ও মনপাখি শুধু একটা বার ফিরে তাকা গেলি চোখ ছুঁয়ে, বড়ো কাছ দিয়ে আর বুকটা করে গেলি ফাঁকা আমার কল্পনারই ঘাসে আর জল্পনার canvas-এ এক ফোঁটা জলে মন ভেসে চলে তোর কথাই বলে হায় है रब्बा, हो है रब्बा, हो ও, তোর পরশে আমার পরানপাথর গলে তোরে ছাড়া আমার একটা দিন না ঢলে ওই রুপোর ঘরে রূপের বাতি জ্বেলে তোর পায়ের মলের আওয়াজ গেলি ফেলে है रब्बा, हो है रब्बा, हो সা নি, সা নি, পা নি, সা নি, সা নি, পা নি রে মা পা, রে মা পা, রে মা গা খুঁজে খুঁজে ফিরি, হয়েছে মন চুরি আমাকে পলকে ছুঁয়ে যা আশার আবেশে আমি যে রসাতল এখনো বুঝিনি গড়িয়ে গেছে জল है रब्बा, हो है रब्बा, हो ও মনপাখি, ও মনপাখি শুধু একটা বার ফিরে তাকা গেলি চোখ ছুঁয়ে, বড়ো কাছ দিয়ে আর বুকটা করে গেলি ফাঁকা আমার কল্পনারই ঘাসে আর জল্পনার canvas-এ ও, এক ফোঁটা জলে মন ভেসে চলে তোর কথাই বলে হায় है रब्बा, हो है रब्बा, हो ও, তোর পরশে আমার পরানপাথর গলে তোরে ছাড়া আমার একটা দিন না ঢলে ওই রুপোর ঘরে রূপের বাতি জ্বেলে তোর পায়ের মলের আওয়াজ গেলি ফেলে है रब्बा, हो (है रब्बा) है रब्बा, हो (है रब्बा) है रब्बा, हो (है रब्बा) है रब्बा, हो (है रब्बा)