Jhinti

Jhinti

Silajit

Альбом: X=Prem
Длительность: 5:23
Год: 2000
Скачать MP3

Текст песни

আমরা যারা বাঁচতে বাঁচতে আকাশের নিচে
নিজেই নিজেকে পোড়াতেই পারি, খুব কম আছে
তাদের জন্য কী প্রয়োজন সেটা কথা নয়
প্রয়োজন জানা, তারা আছে তাই আগুন বাঁচে
আগুন বাঁচবে আগুনের মতো, আগুনের কোলে
আগুনের প্রেমে, প্রেমের আগুনে পুড়ে হবে ছাই
পোড়া ছাই, পোড়া মন, পড়ে থাকে থাকুক তা' বলে
প্রেম ছাড়া কি দিন বদলের গান শোনানো যায়?

ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস
এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম
ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস
ঝরে পড়তিস টিপ-টুপ-টাপ গায়ে মাখতাম

ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস
এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম
ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস
ঝরে পড়তিস টিপ-টুপ-টাপ গায়ে মাখতাম

ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস
ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস

যাই হোক, হোক ঝির-ঝির বা ঝম-ঝম
আয় ঝেপে দেবো সব প্রেম না মেপে
তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব
যেকোন form-এ বা shape-এ

তুই হয়ে যা তোরই মত মিঠে রোদ্দুর
তুই হয়ে যা আলো-ধালো ঝোড়ো হাওয়া
তোল তুফান বুকে বুক মিশিয়ে
তুই ছাড়া মিথ্যে গান গাওয়া

ঝিন্টি, তুই নেই তাই কোন স্বাদ নেই
সব মিথ্যে, এই classroom, এই lecture
কতক্ষণ আর সহ্য করা যায় বল
APSKG'র অত্যাচার

ঝিন্টি, তুই হয়ে যা মিঠে রোদ্দুর
ঝিন্টি, তুই হয়ে যা ঝোড়ো হাওয়া

ঝিন্টি, প্রেমের এ paper-এ
নেই made easy সবই তো unseen
সুদীপ, সঞ্জয়দের ভীড়ে
কয়েদখানা college canteen

ঝিন্টি, কী করছিস আমি জানি না
জানি না তুই কার কথা ভাবছিস
Philosophy-র coaching class ভুলে যা
জীবনটাকে নম্বরে কেন মাপছিস?

ঝিন্টি, তুই জানিস না গত সাত দিন
তোকে অলিতে, গলিতে, খাতাতে, তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি
Bat, ball, pad, wicket, bus-এর ticket-এ
খুঁজে খুঁজে শেষে ক্লান্তিতে চোখ বুজেছি

ঝিন্টি, দুপুরে চক্ররেলের কামরায় (চল ফাকা থাকে)
চল ফাকা থাকে, শুধু তুই আর আমি বসব
জীবনের যত জটিল-কুটিল factor
X equals to প্রেম ধরে নিয়ে কষবো
X equals to প্রেম ধরে নিয়ে কষবো
X equals to প্রেম ধরে নিয়ে কষবো
X equals to প্রেম ধরে নিয়ে কষবো

(X equals to প্রেম)
(X equals to প্রেম)
(X equals to প্রেম)
(X equals to প্রেম)
(X equals to প্রেম)
(X equals to প্রেম)
(X equals to প্রেম)
(X equals to প্রেম)
(X equals to প্রেম)
(X equals to প্রেম)