Preme Pora Baron
Lagnajita Chakraborty
3:57একটা বারান্দায় আমি দাঁড়িয়ে ছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেইরকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে। এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়। বাউণ্ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে কাটব সাঁতার দেখব শ্যাওলা গাছে রাজি হও যদি খেলার ছলে তোমার জলে। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। কিছুটা ছেলেমানুষি মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনাও। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। একটা বারান্দায় আমি দাঁড়িয়ে ছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেইরকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়।।