Prem Jeno Purno Holo

Prem Jeno Purno Holo

Rupak Tiary

Длительность: 3:44
Год: 2021
Скачать MP3

Текст песни

তোর কী যে মন খোঁজে বলনা আমায়
তোর চোখে চোখ রেখে সন্ধ্যে নামায়
তোর চেনা হাসিতে আমি হারাই
চল চেনা ওই পথে আজ পা বাড়াই
ঘুম ঘুম দু'চোখে তোকেই মন ছুঁয়ে যায়
আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়
প্রেম যেন পূর্ণ হল, যেন সত্যি হল
তোর ওই ছোঁয়াতে কী যে মায়া
প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো
তোর অবাক চোখের ইশারায়
চল সাজাই কোন রূপকথা তোরই সাথে
তোর হাসি এই প্রাণ মেখে চাই হারাতে
তোকে ভেবে মন হারালো কোন সে ক্ষণে
আমি হারাবো তাই ডুবেছি তোরই মনে
ঘুম ঘুম দু'চোখে তোকেই মন ছুঁয়ে যায়
আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়
প্রেম যেন পূর্ণ হল, যেন সত্যি হল
তোর ঐ ছোঁয়াতে কী যে মায়া
প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো
তোর অবাক চোখের ইশারায়